র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব): ২৬ মার্চ ২০০৪ তারিখে জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে অংশ গ্রহনের মাধ্যমে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জনসাধারনের সামনে আত্মপ্রকাশ করে। জন্মের পরপরই এই ফোর্সের ব্যাটালিয়নসমূহ সাংগঠনিক কর্মকান্ডে ব্যস্ত থাকে এবং স্ব স্ব এলাকা সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে। এর মাঝে প্রথম অপারেশনাল দায়িত্ব পায় ১৪ এপ্রিল ২০০৪ তারিখে পহেলা বৈশাখের অনুষ্ঠান-রমনা বটমুলে নিরাপত্তা বিধান করার জন্য । এর পর আবার র্যাব মূলত তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। গত ২১ জুন ২০০৪ থেকে র্যাব ফোর্সেস পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে।
র্যাবের দায়িত্ব সমূহ:
- অভ্যন্তরীণ নিরাপত্তা দায়িত্ব।
- অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং এ জাতীয় অন্যান্য বস্তু উদ্ধার।
- অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার।
- আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা।
- সন্ত্রাস ও সন্ত্রাসী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা।
- সরকার নির্দেশিত যে কোন অপরাধের তদন্ত কার্যক্রম পরিচালনা করা।
- সরকার নির্দেশিত যে কোন জাতীয় দায়িত্ব পালন করা।
র্যাব কর্তৃক প্রদত্ত পরামর্শ (পরিবার ও সমাজকে নিরাপদ রাখতে আপনাদের যা করণীয়):
- জমি জমা বা টাকা-পয়সা সংক্রান্ত কোন অভিযোগ র্যাব কর্তৃক গ্রহণ করা হয় না ।
- ব্যক্তিগত বা পারিবারিক কোন সমস্যা র্যাব কর্তৃক গ্রহণ করা হয় না।
- কোন অভিযোগ করার পূর্বে আপনার এলাকার জন্য দায়িত্বপূর্ন র্যাব ব্যাটালিয়ন/ক্যাম্প সম্পর্কে জানুন ও যথাযথ র্যাব ব্যাটালিয়ন/ক্যাম্পে অভিযোগ করুন।
- আপনার এলাকার চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সম্পর্কে র্যাব কে তথ্য প্রদান করে র্যাবকে সহযোগীতা করুন । আপনার পরিচয় সম্পূর্ন গোপন রাখা হবে।
- বেশী করে গাছ লাগান অক্সিজেনের অভাব তাড়ান।
- ছোট ছোট ছেলে-মেয়েদের আগুন নিয়ে খেলতে দিবেন না।
- যাত্রা পথে অপরিচিত লোকের দেওয়া বিছু খাবেন না । ভ্রমণকালে সহযোগী বা অন্য কাহারো নিকট হইতে পান, বিড়ি, সিগারেট, চা বা অন্য কোন পানীয় খাওয়া/গ্রহণ করা হইতে বিরত থাকা আবশ্যক।
রিপোর্ট টু র্যাব:
- র্যাবকে সন্ত্রাসী আক্রমনের তথ্য দিতে পারবেন
- র্যাবকে সন্ত্রাসীর তথ্য দিতে পারবেন
- র্যাবকে সামাজিক যোগাযোগের মাধ্যম গুলতে অপরাধের তথ্য দিতে পারবেন
- র্যাবকে অপহরনের তথ্য দিতে পারবেন
- র্যাবকে নিখোঁজ ব্যাক্তির তথ্য দিতে পারবেন
- র্যাবকে খুনের তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন
- র্যাবকে ডাকাতির তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন
- র্যাবকে মাদকের তথ্য দিতে পারবেন
র্যাব ব্যাটালিয়ন সমূহ:
র্যাব – ১ (১টি জেলা, ১১টি থানা এবং ০৩টি থানার অংশবিশেষ)
দক্ষিণখান, উত্তরখান, তুরাগ, উত্তরা-পূর্ব, উত্তরা-পশ্চিম, হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দর, গুলশান, বনানী, ভাটারা, বাড্ডা, খিলক্ষেত, ক্যান্টনমেন্ট (অংশবিশেষ), আশুলিয়া (অংশবিশেষ) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা (অংশবিশেষ) এবং গাজীপুর জেলা। অধিনায়ক, র্যাব – ১ ০১৭৭৭৭১০১০০
র্যাব – ২ (৯টি থানা)
তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর, কলাবাগান, শেরেবাংলা নগর থানা (তেজগাঁও জোন), নিউমার্কেট, ধানমন্ডি ও হাজারীবাগ থানা (রমনা জোন)। অধিনায়ক, র্যাব – ২ ০১৭৭৭৭১০২০০
র্যাব – ৩ (৯টি থানা) মতিঝিল, মুগদা, শাহ্জাহানপুর, পল্টন, খিলগাঁও, সবুজবাগ, রামপুরা থানা (মতিঝিল জোন), শাহবাগ ও রমনা থানা (রমনা জোন)। অধিনায়ক র্যাব – ৩ ০১৭৭৭৭১০৩০০
র্যাব – ৪ (১০টি থানা ও ১টি জেলা)
মিরপুর, শাহআলী, পল্লবী, রূপনগর, দারুস-সালাম, কাফরুল, ভাষানটেক(মিরপুর জোন), ক্যান্টনমেন্ট(অংশবিশেষ), সাভার, আশুলিয়া(অংশবিশেষ) ধামরাই থানা ও মানিকগঞ্জ জেলা (১০টি থানা ও ১টি জেলা)। অধিনায়ক র্যাব – ৪ ০১৭৭৭৭১০৪০০
র্যাব – ৫ (০৫টি জেলা)
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট।
অধিনায়ক র্যাব – ৫ ০১৭৭৭৭১০৫০০
র্যাব – ৬ (০৯টি জেলা)
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুড়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা (মোট ০৯টি জেলা)। অধিনায়ক র্যাব – ৬ ০১৭৭৭৭১০৬০০
র্যাব – ৭ (৪টি জেলা)
চট্রগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি।
অধিনায়ক র্যাব – ৭ ০১৭৭৭৭১০৭০০
র্যাব – ৮ (১১টি জেলা)
বরিশাল, বরগুনা, পটুয়খালী, রাজবাড়ী, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর। অধিনায়ক র্যাব – ৮ ০১৭৭৭৭১০৮০০
র্যাব – ৯ (৪টি জেলা)
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।
অধিনায়ক র্যাব – ৯ ০১৭৭৭৭১০৯০০
র্যাব – ১০ (১৪টি থানা)
ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর, কদমতলী, সূত্রাপুর ও ওয়ারী থানা (ওয়ারী জোন) এবং কোতোয়ালি, লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল, গেন্ডারিয়া, উত্তর কেরানীগঞ্জ ও দক্ষিন কেরানীগঞ্জ থানা (লালবাগ জোন)। অধিনায়ক র্যাব – ১০ ০১৭৭৭৭১১০০০
র্যাব – ১১ (৭টি জেলা ও ২টি থানা)
নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার থানা (ঢাকা মেট্রোপলিটন এরিয়া ব্যতীত)। অধিনায়ক র্যাব – ১১ ০১৭৭৭৭১১১০০
র্যাব – ১২ (০৫টি জেলা)
বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও কুষ্টিয়া
অধিনায়ক র্যাব – ১২ ০১৭৭৭৭১১২০০
র্যাব – ১৩ (৮টি জেলা)
রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় এবং গাইবান্ধা।
অধিনায়ক র্যাব – ১৩ ০১৭৭৭৭১১৩০০
র্যাব – ১৪ (৬টি জেলা ও ২টি উপজেলা)
ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, বি-বাড়ীয়া এবং কুড়িগ্রাম জেলার রাজীবপুর ও রৌমারী উপজেলা। অধিনায়ক র্যাব – ১৪ ০১৭৭৭৭১১৪০০
র্যাব – ১৫ (২টি জেলা)
বান্দরবান ও কক্সবাজার।
অধিনায়ক র্যাব – ১৫ ০১৩০০০১১৫০০
Comments are closed.