FAQs about BDLRP (Questions & Answers)
In Bangla
বাংলাদেশ লিগ্যাল রিসার্চ প্ল্যাটফর্ম হল একটি বাংলাদেশ ভিত্তিক স্বাধীন আইনি গবেষণা প্ল্যাটফর্ম, যা ২০২২ সালে বাংলাদেশে আইনি সম্প্রদায়কে গবেষণা, সাহায্য, তথ্য প্রদান এবং সাপোর্ট করার জন্য চালু করা হয়েছে।
আমরা BDLRP তে বিভিন্ন আইনি নিবন্ধ (আর্টিকেল) এবং গবেষণা প্রকাশ করি। এছাড়াও আমরা বিজেএস, বার এবং একাডেমিক পরীক্ষা সহ বিভিন্ন আইনি পরীক্ষার জন্য উপযোগী কোর্স দক্ষ মেন্টর দ্বারা পরিচালনা করি।
আমাদের লক্ষ্য হল আইনকে সকল মানুষের কাছে সহজ এবং আরও অর্থবহ করে তোলা।
✅ আইন কিংবা ভূমি আইন বিভাগের শিক্ষার্থী - (পাবলিক অথবা প্রাইভেট ভার্সিটি)।
✅ আইন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ - সম্মানিত জজ, ম্যাজিস্ট্রেট, শিক্ষক ও আইনজীবীবৃন্দ।
✅ এছাড়া আইন নিয়ে জানতে ও গবেষণামূলক কাজ করতে আগ্রহী সকল ব্যক্তিবর্গ।
BDLRP এর মূল সেবাকে মূলত ৩ ভাগে বিভক্ত করা হয়েছে:
▶️ BDLRP - Legal Research & Writing
আমরা মূলত আইনি গবেষণাধর্মী নিবন্ধ (Legal Publications, Blogs, Notes & News) সহ আরো অন্যান্য লেখা-লেখির কাজ যেমনঃ Legal Research Based Article, Case Law Analysis, Legal Blog, Academic Legal Notes, Legal News ইত্যাদি এই বিভাগের অধীনে করে থাকি।
▶️ BDLRP - Academy of Legal Courses
আমরা মূলত আইনি বিষয় (Legal Courses, E-Books & Model Tests) এর কাজ যেমনঃ BJS, BAR Council, Academic, Legal Research Learning Courses, Model Tests & Academic Law Notes ইত্যাদি এই বিভাগের অধীনে করে থাকি।
▶️ BDLRP - Legal Connects & Networking
আমরা মূলত আইনি যোগাযোগ (Legal Networking, Services & Events) এর কাজ যেমনঃ বিনামূল্যে আইনি পরামর্শ, অভিজ্ঞ প্যানেলের মাধ্যমে সহায়তা ও পরিষেবা, বিভিন্ন আইনি আলোচনা-সভার আয়োজনসহ আইন অঙ্গনের সকলের মাঝে একটি বন্ধন তৈরি এই বিভাগের অধীনে করে থাকি।
অবশ্যই, তবে BDLRP প্ল্যাটফর্মের কার্যক্রম যেহেতু অনেক বিস্তৃত তাই আপনাকে সর্বপ্রথম আমাদের সকল কার্যক্রম সম্পর্কে সম্যক অবগত হয়ে আপনার দক্ষতা ও ভবিষ্যত পরিকল্পনার সাথে মিল রেখে নির্দিষ্ট সেক্টর নির্বাচন করতে হবে। তারপর আমাদের অফিসিয়াল Whatsapp Support এ যোগাযোগ করে আপনি আমাদের টিমে সংযুক্ত হতে পারবেন।
BDLRP টিমে সংযুক্ত হলে যে সকল সুযোগ সুবিধা থাকবে -
✅ আইনি গবেষণায় ও লিখনীতে দক্ষতা বৃদ্ধি করা
✅ BDLRP এর সকল পেইড সার্ভিস ও কোর্সে স্পেশাল ডিসকাউন্ট থাকবে
✅ নির্দিষ্ট বিষয়ে ডেডিকেটেড কাজ করে সমানুপাতিক আর্থিক সম্মানী পাওয়ার সুযোগ
✅ সর্বোপরি, BDLRP ভেরিফাইড মেম্বার হবার সুযোগ এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন আইনি সেমিনারে অংশগ্রহণের সুযোগ থাকবে। টিমে অংশগ্রহণের জন্য আবেদন করতে ফর্ম পূরণ করুন- ফর্ম লিংক পেতে ক্লিক করুন
BDLRP এর মেম্বার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতা-
✅ আইন কিংবা ভূমি আইন বিভাগের শিক্ষার্থী - (পাবলিক অথবা প্রাইভেট ভার্সিটি)।
✅ আইন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ - সম্মানিত জজ, ম্যাজিস্ট্রেট, শিক্ষক ও আইনজীবীবৃন্দ।
✅ এছাড়া আইন নিয়ে জানতে অথবা গবেষণামূলক কাজ করতে আগ্রহী সকল ব্যক্তিবর্গ।
BDLRP এর মেম্বারশিপ নিলে যে সুবিধাগুলো পাবেন -
✅ আইনি গবেষণা মূলক কাজে দক্ষতা বৃদ্ধি।
✅ আইনী বিভিন্ন বিষয়ক লেখা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ও ফেসবুকে প্রকাশ।
✅ ক্যাম্পাস কো অর্ডিনেটর ও রিপ্রেজেন্টেটিভ হবার সুযোগ।
✅ বিনামূল্যে আইনি সহযোগিতা ও পরামর্শ পাবেন।
✅ বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে যোগদানের সুযোগ।
✅ মানসম্মত লেখা অনলাইন এবং ভবিষ্যতে প্রিন্টেড ম্যাগাজিনে প্রকাশের সুযোগ।মেম্বার হতে আমাদের হোমপেইজ হতে “FREE MEMBERSHIP” ফর্মটি পূরণ করুন www.bdlrp.com
▶️ আইনের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস ভিত্তিক আইনি নেটওয়ার্ক তৈরি করার জন্য আমাদের প্রতিটি পাবলিক এবং প্রাইভেট ভার্সিটিতে টিম গঠন করে রিসার্চের কাজ করা হয়ে থাকে। তাই আপনার ভার্সিটিতে একটি টিম তৈরি (কমপক্ষে ১০ জন) করে নিজেদের আইন অঙ্গনে বন্ধনের একটি অনন্য মাত্রা যুক্ত করতে পারেন।
📢 আমাদের সাথে সংযুক্ত হয়ে আপনি যে সুবিধাগুলো পাবেন -
✅ আইনি গবেষণামূলক আর্টিকেল লেখায় দক্ষ রিসার্চ টিম কর্তৃক গাইডলাইন প্রদান।
✅ আইনি গবেষণামূলক বিভিন্ন কোর্স করিয়ে দক্ষতা বৃদ্ধিকরণ এবং কোর্সে যথাসম্ভব ছাড়ের সুযোগ।
✅ বিভিন্ন প্রতিযোগিতা আইনি চাকরির পরীক্ষার কোর্সে (BJS, BAR Exam Course) অগ্রগণ্য।
✅ একাডেমিক কোর্স চালুকরণ এবং একাডেমিক দক্ষতা (লেখার মান, লিগ্যাল নোট, কেস স্টাডি) বৃদ্ধিকরণ। [Academy of Legal Courses]
✅ আন্ত: ক্যাম্পাস শিক্ষার্থীদের সংযোগ স্থাপন।
✅ আইনি পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ (সম্মানিত জজ, ম্যাজিস্ট্রেট, শিক্ষক ও অ্যাডভোকেট বৃন্দ) সাথে সংযোগ স্থাপন। [Legal Connects & Networking]
✅ BDLRP অফিসিয়াল ওয়েবসাইটে সকল Campus Representative & Co-ordinator বৃন্দের নাম প্রকাশ করা হবে।
✅ বেস্ট রাইটার আওয়ার্ড সহ বিভিন্ন সময়ে গিফট প্রদান।
✅ লিগ্যাল রিসার্চ ভিত্তিক স্পেশাল অনলাইন সেশন করার সুযোগ।
📢 এছাড়া আমাদের মেম্বারশিপ প্রোগ্রামের সকল সুযোগ সুবিধায় আপনি অগ্রগণ্য হবেন, সুবিধাসমূহ হলো:-
✅ আইনি গবেষণামূলক কাজে দক্ষতা বৃদ্ধি।
✅ আইনী বিভিন্ন বিষয়ক লেখা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ও ফেইসবুকে প্রকাশ।
✅ ক্যাম্পাস কো অর্ডিনেটর ও রিপ্রেজেন্টেটিভ হবার সুযোগ।
✅ বিনামূল্যে আইনি সহযোগীতা ও পরামর্শ পাবেন।
✅ বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে যোগদানের সুযোগ।
✅ মানসম্মত লেখা ভবিষ্যতে প্রিন্টেড ম্যাগাজিনে প্রকাশের সুযোগ।
আইনি পরামর্শ, সহায়তা ও পরিষেবা প্রদানের জন্য আমাদের (BDLRP) এর অফিসিয়াল গ্রুপে জয়েন করুন। গ্রুপে যে সকল সেবা প্রদান করা হবে -
▶️ বিনামূল্যে আইনি পরামর্শ
▶️ দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা সেবা প্রদান
▶️ বিভিন্ন আইনি সমস্যা ও তার সমাধান প্রকাশ
▶️ বিকল্প বিরোধ নিষ্পত্তিতে সহায়তা
▶️ সর্বোপরি, আইন অঙ্গনের প্রত্তেহিক আপডেট প্রদান করা।
ওয়েবসাইট থেকে সেবা পেতে- এখানে ক্লিক করুন
BDLRP প্লাটফর্মের অফিসিয়াল সকল কার্যক্রম ও সোশ্যাল মিডিয়াসহ যাবতীয় লিংক পেতে ভিজিট করুন - এখানে ক্লিক করুন
আইন বিষয়ক লেখা (আইনি আর্টিকেল, ব্লগ, নোট, সংবাদ ইত্যাদি) যথাযথ নিয়ম মেনে পাঠাতে ভিজিট করুন - এখানে ক্লিক করুন
▶️ আপনি BDLRP এর মাধ্যমে একটি শক্তিশালী আইনি নেটওয়ার্ক তৈরি করতে পারেন:
♦️ বিচারক, ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট এবং অন্যান্য আইনি পেশাদারদের সাথে সংযোগ করা।
♦️ অনলাইন আইনি সেমিনার এবং ইভেন্টে অংশগ্রহণ করা।
♦️ আইন পেশাজীবী এবং সহকর্মীদের সাথে আলোচনায় জড়িত হবার মাধ্যমে।
♦️ আইনি গবেষণা এবং প্রকাশনায় অবদান রাখা।
♦️ আইনি প্রকল্প এবং কেস স্টাডিতে সহযোগিতা করা।
♦️ বিনামূল্যে আইনি সহায়তা এবং বিশেষজ্ঞের পরামর্শ পেতে পেশাদারদের সাথে সংযোগ করা।
আরো জানতে ভিজিট করুন - এখানে ক্লিক করুন
আইনি গবেষণা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আইনকে আরো ভালোভাবে জানা ও ব্যাখ্যা-বিশ্লেষণ উপলব্ধি করার নিমিত্তে আমরা BDLRP মূলত আইনি বিষয় (Legal Courses) এর কাজ যেমনঃ BJS, BAR Council, Academic, Legal Research Learning Courses ইত্যাদি এই বিভাগের অধীনে আইনি কোর্স পরিচালনা করে থাকি।
আরো জানতে ভিজিট করুন - এখানে ক্লিক করুন
আমরা প্রতিযোগীতামূলক আইনি পরীক্ষার প্রস্তুতির জন্য ডিজাইন করা মডেল পরীক্ষার ব্যাপক সিরিজ আকারে পরিচালনা করছি। এই পরীক্ষাগুলি প্রাথমিকভাবে দুটি মূল ক্ষেত্রে শ্রেণীবদ্ধ করা হয়েছে: বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) পরীক্ষা এবং বার পরীক্ষার প্রস্তুতি। অতিরিক্তভাবে, আমাদের মডেল পরীক্ষাগুলি সাংবিধানিক আইন, দেওয়ানী আইন, ফৌজদারি আইন, সম্পত্তি আইন, ব্যক্তিগত আইন, বিশেষ আইন এবং BJS-এর সাধারণ বিষয় সহ আইনী পরীক্ষার প্রস্তুতির জন্য একটি পুঙ্খানুপুঙ্খ এবং লক্ষ্যযুক্ত পদ্ধতির বিষয়টিকে অন্তর্ভুক্ত করে।
আরো জানতে ভিজিট করুন - এখানে ক্লিক করুন
আমরা বিভিন্ন আইনি বিষয়ের উপর ই-বুক গুলোর একটি বৈচিত্র্যময় পরিসর তৈরি করছি, যার মধ্যে রয়েছে: আইনের মৌলিক বিষয় (আইনশাস্ত্র, আইনি ইতিহাস), সাংবিধানিক আইন (বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য), দেওয়ানি আইন (CPC, SR, Limitation, ADR) , ফৌজদারি আইন (CrPC, দণ্ডবিধি, সাক্ষ্য আইন), সম্পত্তি আইন (চুক্তি, সম্পত্তি হস্তান্তর, নিবন্ধন, SAT, NAT), ব্যক্তিগত আইন (মুসলিম, হিন্দু আইন), ব্যবসায়িক আইন (কোম্পানি, কর্পোরেট, ট্যাক্স, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি), আন্তর্জাতিক আইন (মানবাধিকার, বাণিজ্য, পরিবেশ), বিশেষ আইন (শিশু, নারী, দুর্নীতি দমন ইত্যাদি) এবং আরও অনেক আইনের উপর একাডেমিক ও প্রতিযোগিতামূলক পরীক্ষা উভয়ের সমন্বয়ে তৈরি প্রিমিয়াম ইবুক পাবেন।
আরো জানতে ভিজিট করুন - এখানে ক্লিক করুন
In English
Bangladesh Legal Research Platform is a Bangladesh-based independent legal research platform, launched in 2022 to research, assist, inform and support the legal community in Bangladesh.
We publish various legal articles and research on BDLRP. We also conduct courses for various legal exams including BJS, Bar and Academic exams, conducted by skilled mentors.
Our goal is to make law easier and more meaningful for all people.
✅ Students of Law or Land Law Department - (Public or Private University).
✅ Individuals engaged in the legal profession - Honorable Judges, Magistrates, Teachers and Lawyers.
✅ In addition, all individuals interested in learning about law and doing research work.
BDLRP's core services are mainly divided into 3 parts:
▶️ BDLRP - Legal Research & Writing
We mainly do legal research articles (Legal Publications, Blogs, Notes & News) and other writing work such as: Legal Research Based Article, Case Law Analysis, Legal Blog, Academic Legal Notes, Legal News etc. under this section.
▶️ BDLRP - Academy of Legal Courses
We mainly do legal subjects (Legal Courses, E-Books & Model Tests) work such as: BJS, BAR Council, Academic, Legal Research Learning Courses, Model Tests & Academic Law Notes etc. under this section.
▶️ BDLRP - Legal Connects & Networking
We mainly do legal communication (Legal Networking, Services & Events) work such as free legal advice, support and services through experienced panels, organizing various legal discussions and meetings, and creating a bond between everyone in the legal field under this section.
Of course, since the activities of the BDLRP platform are very extensive, you will first have to be fully informed about all our activities and select a specific sector in line with your skills and future plans. Then you can join our team by contacting our official Whatsapp Support.
The benefits that will be available if you join the BDLRP team -
✅ Increase your skills in legal research and writing
✅ There will be special discounts on all paid services and courses of BDLRP
✅ Opportunity to receive proportional financial honorarium by working dedicatedly on specific subjects
✅ Above all, there will be an opportunity to become a BDLRP verified member and participate in various legal seminars on a priority basis.
Eligibility requirements for becoming a member of BDLRP-
✅ Students of Law or Land Law Department - (Public or Private University).
✅ Individuals engaged in the legal profession - Honorable Judges, Magistrates, Teachers and Lawyers.
✅ Also, all individuals interested in learning about law or doing research work.
Benefits that you will get by joining us -
✅ Increase in legal research skills.
✅ Publication of various legal articles on our official website and Facebook.
✅ Opportunity to become a campus coordinator and representative.
✅ Get free legal assistance and advice.
✅ Opportunity to join various competitions and events.
✅ Opportunity to publish quality articles online and in future printed magazines.
To become a member, fill out the “FREE MEMBERSHIP” form from our homepage as www.bdlrp.com
▶️ To create a campus-based legal network for law students, each of our public and private universities forms teams to conduct research. So, you can create a team (at least 10 people) in your university and add a unique level of bonding to your legal field.
📢 Benefits that you will get by joining us -
✅ Guidelines provided by a skilled research team in writing legal research articles.
✅ Enhancement of skills by doing various legal research courses and opportunity to get as much discount as possible in the course.
✅ Various competitions are leading in legal job exam courses (BJS, BAR Exam Course).
✅ Launching academic courses and enhancing academic skills (writing quality, legal notes, case studies). [Academy of Legal Courses]
✅ Establishing inter-campus student connections.
✅ Establishing connections with people engaged in the legal profession (honorable judges, magistrates, teachers and advocates). [Legal Connects & Networking]
✅ The names of all Campus Representatives & Co-ordinators will be published on the BDLRP official website.
✅ Gifts will be given at various times, including the Best Writer Award.
✅ Opportunity to hold special online sessions based on legal research.
📢 In addition, you will be at the forefront of all the benefits of our membership program, the benefits are:-
✅ Increase in legal research skills.
✅ Publication of various legal articles on our official website and Facebook.
✅ Opportunity to become a Campus Coordinator and Representative.
✅ Get free legal assistance and advice.
✅ Opportunity to join various competitions and events.
✅ Opportunity to publish quality articles in printed magazines in the future.
Join our (BDLRP) official group for legal advice, support and services. The services that will be provided in the group are -
▶️ Free legal advice
▶️ Services provided by skilled and experienced lawyers
▶️ Disclosure of various legal problems and their solutions
▶️ Assistance in alternative dispute resolution
▶️ Above all, providing practical updates on the legal field.
Click to get services from the website- Click Here
To get all the official activities and social media links of the BDLRP platform, visit - Click here
To submit Legal Writings (legal articles, blogs, notes, news, etc.) in accordance with the appropriate rules, visit - Click here
▶️ You can build a strong legal network through BDLRP by:
♦️ Connecting with judges, magistrates, advocates & other legal professionals.
♦️ Participating in online legal seminars and events.
♦️ Engaging in discussions with law professionals and peers.
♦️ Contributing to legal research and publications.
♦️ Collaborating on legal projects and case studies.
♦️ Connecting with professionals to receive free legal assistance and expert advice.
Visit to know more - Click here
In order to better understand the law and understand the interpretation and analysis for legal research and competitive exams, BDLRP mainly conducts legal courses under this department such as BJS, BAR Council, Academic, Legal Research Learning Courses etc.
To know more, visit - Click here
We are conducting a comprehensive series of model tests designed to support preparation for competitive legal examinations. These tests are categorized primarily into two key areas: BJS (Bangladesh Judicial Service) Examination and BAR Examination preparation. Additionally, our model tests encompass a broad range of subjects, including Constitutional Law, Civil Law, Criminal Law, Property Law, Personal Law, Special Laws, and General Subjects for BJS, ensuring a thorough and targeted approach to legal exam readiness.
To know more, visit - Click here
We are developing a diverse range of e-Books on various Legal Subjects, including: Basics of Laws (Jurisprudence, Legal History), Constitutional Laws (Bangladesh, India, USA, UK), Civil Laws (CPC, SR, Limitation, ADR), Criminal Laws (CrPC, Penal Code, Evidence), Property Laws (Contract, TP, Registration, SAT, NAT), Personal Laws (Muslim, Hindu), Business Laws (Company, Corporate, Tax, Intellectual Property), International Laws (Human Rights, Trade, Environmental), Special Laws (Children, Women, Corruption, SPA etc.) and you will get premium eBooks on many more laws, combining both academic and competitive exams.
To know more, visit - Click here